পলাশী বার বার আসে দুয়ারের কড়া নাড়ে
শান্তির ঘুম ভেঙ্গে কে জাগিতে চায়
আলেয়া , আলেয়া তুমি কোথায় !
গোলাম হোসেন চোখ কান খোলা রাখ ।


চতুরবেনিয়া গিয়েছে চলে স্বদেশে
সেই কতোকাল আগে ; এখনও
নতুন নতুন কুঠি বাড়িতে আড্ডা বসে
মদের পেয়ালায় চুমুক দিয়ে চুরুটে টান মেরে
ফিস ফিস করে নতুন নতুন ফন্দি আঁটে
কাহারা ওরাসব স্বদেশী বিদেশী
ঘসেটি বেগম সেও উহাদের মাঝে
মিরন ঘাঁটি গেড়েছে পুরোনো বেনিয়ার দেশে !


আলেয়া, আলেয়া তুমি কোথায় !
শান্তির ঘুম কারা ভেঙ্গে দিতে চায় ?