বিকেলের ক্লান্ত সূর্য ডুবে যাওয়ার
পূর্বেই বিশাল কালোমেঘ তাকে ঢেকে ফেল্ল
প্রান্তিকের ঘাসের সাথে
তার আর কোনোও কথা হোলনা ,
শালিক কাকেরা দিশে হারা
নীড়ে ফিরে যাবে কি যাবেনা
বিপণ্ণ তরুলতা বিষণ্ণ ক্লান্তিতে মলিন ;
শিং এর মতন বাঁকা চাঁদ
তার কোনো দেখা পাওয়া যাবেনা ;
অস্থির সময়ের কোলে ঠাঁই নিয়ে
সূর্য বলে গেল গোধূলির রঙ
ছড়ানোর নেই কোনোও অবকাশ
অজর অনড় কালো মেঘ
কখন চলে যাবে জানিনা !