সাদাটেনীল শরীর রক্তিম মুখ গহ্বর
কোনোও মানব কিংবা কোনোও মানবী
বুঝা যায় না কেননা উদম শরীরে
ফোটেনি কোনোও খাঁজ , একেবারে নিপাট
তবুও মানুষ অঙ্গ সৌষ্ঠব হীন মানুষ ;
আমি দেখেছি তারে নির্ঘুম চোখে
সাদাটেনীল শরীর ,আগুনের মত লাল
রক্তিম মুখ গহ্বর ! চোখ ছিল কি তার ?
মনে হয় না । হয়তো ছিল নিমীলিত
কিংবা প্রয়োজন হয়নি চোখ ফোটার
কেবল পাখির ছানার মতন মুখ তার
হাঁ হয়েছিল আগুনের মত লাল মুখ গহ্বর !
দাঁত ছিল কি মুখে তার ? মনে হয় না ।
দু’পাটিতে অনেক সারি দাঁত হলে বেশ হ’ত
নীল তিমি কিংবা হাঙ্গর হয়ে যেত ;
নীল তিমি কিংবা হাঙ্গরদের থমকে
দাঁড়াতে হয় না দুই পায়ে বাতাসের মাঝে
অনেক অনেক বাতাসের মাঝে ;
অনাবৃত সাদাটেনীল শরীর কেবল
দাঁড়িয়ে থাকে মুখ হাঁ করে বিষাক্ত বাতাসে !