কাল রাতে আকাশে চাঁদ ছিল
গোলচাঁদ , মেঘেরা ছিলনা ;


রক্তের ভেতর জোয়ার ছিল
রঙধনুর রঙ ছিল চোখের পাতায় –


পাহাড় চূড়া নুয়ে পড়েছে
গাছের শাখা জল ছুঁয়েছে
খলসেপুঁটি খলবলিয়ে
হাসছে শাদা জলের নীচে !


রাজার কোটাল এলো ছুটে
শাদা কালো ঘোড়ার ক্ষুরে ,
আকাশ থেকে চাঁদ পালালো
খলসেপুঁটি পথ হারালো ,

এন্তার খড়বিচালি মাড়াই হল
ফোঁটা ফোঁটা লোনা জলে ;


আজ রাতে আকাশে চাঁদ নাই
তারা নাই চোখেরও পাতা নাই !