হে মহাকালসিন্ধু ,ক্যাবল ম্লান সূর্যের
আলো ছড়ালে বিষণ্ণ বধুর মত ছায়ানীড়ে
গুল্মের প্রয়োজনে অপ্রমিত আলো !
স্বর্নলতা জড়িয়ে রয়েছে শজনের ডালে
টুনটুনি পাখি বাসা বাঁধে যেইখানে
নেউলের দেখা পাওয়াযায় দিনের আলোয়ে ;
ছোট্ট শিশুটি থমকে দাঁড়ায় কৌতুহলে
তারপর চলেযায় খেলারছলে নিশার কোলে ।


চারিদিকে ক্যাবলই কালোপানি অমানিশা
উহাদের মাঝে শাদা বকের ছায়া পড়ে মরা মাছির মতন !


হিমরাতে চড়ুইপাখি বুকের নীচে কালোডিম নিয়ে
বসেথাকে কিছুটা সময় তারপর উড়ে যায়
আকাশের সীমানায় , জানেনা সে বসেছিল
কোথায় কখন ; জানার বাসনা তার মরে যায়
উজানেরদিকে সময়ের প্রক্ষেপণে ।
মহাকাল সিন্ধু পড়ে থাকে ফেনা বুকে মেখে
কেউ তারে দ্যাখে এক বার অনিমিখে
কেউ তারে দ্যাখেনা আবার !