বিধাতা দিয়েছ আঁখি দিয়েছ অশ্রু সজল
ঝরিছে অশ্রু অশেষ ঝরিছে অবিরল !
কাহার বুকেতে লুকায়ে মুখ ঝরাব আঁখি জল
কে বা লইবে অশ্রু আমার পাতিয়া করতল !
ঝরিছে অশ্রু অশেষ ঝরিছে অবিরল !


হেথা সেথা যেথায় তাকাই
কোথাও নির্মল আনন্দ নাই ;
কোথাও নাই অমল বাতাস
কেবলই বেদনার ছায়া কেবলই দীর্ঘশ্বাস !


চারিদিকে কেবলই বিষাদের ছায়া ,
চারিদিকে সকলই মায়াহীন কায়া ;
কোথায় লুকাবো মোর আঁখিজল
ঝরিছে অশ্রু অশেষ ঝরিছে অবিরল !


বিধাতা দিয়েছ আঁখি দিয়েছ অশ্রু সজল
ঝরিছে অশ্রু অশেষ ঝরিছে অবিরল !!