এখানে আর কিছুটা দিন থেকে যাও
এই মনোরম মোহময় পরিবেশে !
কহিল সে বিমর্ষ বদনে –
‘শরীরে ধরেছে ঘুণ ঢের সময় হয়েছে পার ;
শরৎ ফুরিয়ে গেছে
হেমন্ত এসেছে বেশ হিম শিশির ঝরিছে ,
তার চেয়ে ঢের ভাল সেইখানে -
যেইখানে রয়েছে আমার জন্য
ঢের আয়োজন
অপরিমেয় উষ্ণতা অঢেল উত্তাপ
বেশ ওম পাব ;
আমি সেই খানে চলে যাব !
এই খানে আর থাকতে বলনা ;
সময় কোথায় সময় নষ্ট করার !
অমিত সৌন্দর্য সব
আর এই মনোরম পরিবেশ
থেকে যাক তোমাদের জন্য ;
রয়েছে কেবল অশেষ সময়
তোমাদের জন্য
আমার জন্যতো নয় !’