কি কথা কহিব তারে , তাহাদেরে আর
সব কথারা ফুরায়ে গেছে ; খররৌদ্র উত্তাপে
উজানের দিকে ডানা ঝাপটে ঝাপটে
দীর্ঘ পথ পরিক্রমায় আতপ্ত অবশ
শরীর ভাসায়ে মন্দাকিনীর জলে
সময়ের সীমানায় যেতে হ’তে পারে
অবিরাম ব্যর্থততার দায়ভার লয়ে ঘাড়ে
সব গ্লানি ক্লান্তি বিনাশের তরে
গভীর ঘুমের প্রয়োজনে !


আমার সকল কথা জেনে নিবে
কার্তিকের আঘ্রাণে , খড়ের স্তুপে
শালিকের কলরোলে
অথবা বসন্তবউরীর কুহকের স্বরে !


ডাহুকছানার কাছে জেনে নিও –
মজা ডোবা হেলেঞ্চার ধামে
ক্ষীণ পায়ে কী করে কেটেছে সময় তাদের
দু’একটা ফড়িং কিংবা পতঙ্গ কুড়ায়ে !


ক্ষমাহীন পিতার শরীর খুঁজবেনা আর
খোঁজার সময় আছে বা কোথায়
লাল কাঁকরের পথে রোদ আর বৃষ্টির মাঝে
ক্ষীণ প্রাণ ডাহুক ছানার !
কালোমেঘে আকাশ উত্তাল হলে
ঠাঁই নিবে তারা শটিবনে কচুপাতার নীচে
এমন ব্যবস্থা হয়ে আছে তাহাদের তরে !
আকাশের রঙ বদলে গেলে শাদা মেঘের ফাঁকে
তারাদের ভিড়ে হয়তোবা খুঁজবে আমাকে !