আজ পৃথিবীর মাটিতে অনেক রক্ত
ঝরেছে তাজা লাল রক্ত
স্রষ্টাকে উৎসর্গ করে ;
মাটিও মজা করে শুষে নিয়েছে
লাল রক্ত কনিকা তার বুকের ভেতর
লৌহ আকর গড়ার জন্য ।


আজ আর কোনো শকুন দেখা যায়নি
আকশে ডানা মেলতে
মানুষের হাতে ধরা ধারালো অস্ত্রের
ঝল্কানিতে তাদের বিভ্রম ঘটেছে
কিংবা মরার গন্ধ শুঁকতে পাওয়ার
আগেই সব মাংস ঢুকে পড়েছে
মানুষের ঘরে ঘরে বসানো
ছোট ছোট হিমাগারে , ফুটন্ত তেলের হাড়িতে
তাই ছিল না কোনোও মরার গন্ধ
ছিল শুধু হরেক রকমের মশলার সুবাস !


শেয়াল কুকুর নয় কিছু মানুষেরা
উচ্ছিষ্ট নাড়ি ভুঁড়ি নিয়ে করেছে টানাটানি !
দিনভর দীনহীন মানুষ ছুটছে দলে দলে
বিত্তবানের দুয়ারে দুয়ারে
দু’এক টুকরো হাড্ডিমাংস জুটে কপালের জোড়ে
তাই দিয়ে হয় তাদের কোরবানির উৎসব !