০১) ফুটো পয়সার যোগতা নেই আবার ভাব লচ্ছিস......
     ব্যাটা রামছাগল ! ( যোগতা > যোগ্যতা, লচ্ছিস >নিচ্ছিস )
০২)  আমি কি আমার প্রয়োজনে , না স্রষ্টার প্রয়োজনে সৃষ্টি ?
০৩)  সমাজে একটু সম্মানজনক ভাবে বাঁচতে চেয়েছিলাম
       কিন্তু হলনা , বাঁধসাধলেন কে ? –
       আমি , না আমার স্রষ্টা ?
০৪)  মায়াবল খুবই গুরুত্বপূর্ন
       জীবজগতের অস্তিত্ব টিকে থাকার জন্য !
০৫) মানুষের জীবন কখনোই প্রার্থিত জীবন নয় ;
      মানুষের জীবন কেবল অর্পিত জীবন !
      কখনো কখনো এই অর্পিত জীবন
      প্রার্থিত জীবনের সাথে মিলে যায় শুধু ।
০৬) আবেগ , স্বপ্ন আর বাস্তবতা এক নয় ;
      স্বপ্ন ডানায় ভরদিয়ে চলতে গেলেই হোঁচট খেতে হয় !
০৭) বারেক ফিরে তাকাও তুমি
      কি ফেলে এসেছ জীবন চলার পথে ;
      অমূল্য ধন কিংবা ছাঁই
      সবই যে তোমার কামাই !
০৮) জীবনের মানে –
      সময়ের সীমানায় দাঁড়িয়ে
     আর একটা সূর্য উদয়ের কামনা করা !
     জীবনের মানে –
     রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে
     অলিক বাসনায় বিভোর হওয়া !
     জীবনের মানে –
    বেঁচে থাকা দুঃসাধ্য জেনেও
    বাঁচার বাসনা পোষন করা !
    জীবনের মানে –  
    ডুবন্ত জাহাজের ভাঙ্গা
    মাস্তুল আঁকড়ে ধরা !
০৯) অতীতকে ভুলে যাও ,
    আগামীদিনকে বাদ দাও ,
    কেবল বর্তমান !
    বর্তমান সময়টুকু কাজে লাগাও !
১০) I am a great sinner but a good actor !
১১) Climb to the star built a false structure ,
         Now no way to escape !
১২)  The way on running to a dirty jungle ,
          After death to the hell !