তুমি যদি জানতে চাও তুমি কে
আমি বলব তুমি আমার স্বত্বা
মহা আকাশের মতন অনন্ত বিস্তৃতি
মহা সাগরের অতল গভীর থেকে
তুলে আনা মূল্যবান রত্ন
কস্তূরীর সুবাস ছড়ানো মস্তবড় কবিতা
প্রতিদিন আমি তোমার সুবাস মাখি
গভীর তন্ময়তায় পড়ে যাই তোমার মুখ
চোখের গভীরে চোখ রেখে বুনে যাই
গাঢ়ো মমতার বীজ  হৃদয়ের কথা
বলে যাই কলমের আঁচড়ে আঁচড়ে
তুমি কী বুঝতে পার কতোটা গভীরে আমার
আরও যদি কিছু বাকী থাকে জানতে
জেনে নিও তোমার হৃদয়ের কাছে প্রশ্ন করে !