সময় বড় নির্মম দ্রুততায় বয়ে যায়
অবকাশ হীন জীবন এখন বড় ক্লান্ত
সময়ের দৌড় পাল্লায় !
জীবন আমার এক গাঢ় অন্ধকারে রূদ্ধ !
এক মুঠো আলোর আশায়
বুকের ভেতর ছলাৎ ছলাৎ রক্ত নাচে
তীর বিদ্ধ হরিণের মত
খুব বেশী নিবিড় নিশ্চুপতায় –
যার ঊষ্ণতায় বরফ গলেনা কখোনো !
জমাট বাঁধা আঁধারে চেতনা আমার
কাতরায় সমেয়র দৌড় পাল্লায় !


সাধ আহ্লাদ প্রেম ভালোবাসা
এই সব ভয়াবহ আরতি ;
তবুও কিছু থেকে যায় মানব জীবনে –
যাহারে খুঁজিয়া পায়না কখোনো
যে কেবল শক্ত সাঁড়াশির মত
মেলিয়া রাখে দু’চোখের পাতা
নিবিড় আঁধারে কালের গহ্বরে
জীবন কেবল বেঁচে থাকে তাহারই তরে !