যাযাবর জীবনের সমাপ্তি টেনে
খড়কুটো জড়ো করেছিলাম এখানে ,
সূর্যের বুক থেকে একটু উষ্ণতা নিয়ে
হিম পৃথিবির বুকে আগামী দিনকে
জীবনের আক্ষরিক অর্থের সার্থকতার জন্য !


ধূপধুনো জ্বেলে জ্বেলে গন্ধ ছড়ালাম ,
হাতের চেটোয়ে ঘসে ঘসে আগুন জ্বাল্লাম ,
মধুর্ণিমা চাঁদকে বার বার লেহন করলাম ;
জিহ্বা তেঁতো স্বাদ ছাড়া কিছুই পেলনা !


অনন্য বিপণ্ণ বিস্ময়ের ঘোরে
ঢের সময় হয়ে গেল পার ;
হলো জীবনের বহু লেনদেন
অস্পন্দ অস্পৃশ্য অপার অপার !


জীবনের আক্ষরিক অর্থের সার্থকতা –
পচাপূতি গন্ধময় কাদাজল ভরা খুপরির মাঝে
মুখ থুবড়ে ন্যাড়ি কুত্তার মতন ঝিমায় এখন ;
আর মাঝ রাতে হুতুম পেঁচার ডাকে
এক একবার কেঁপে ওঠে থর থর করে !