ভরদুপুরে বুনো শুয়োরেরপাল
ফসলের খেত করে যায় তছনছ ;
চাষাদের বুকের’পরে
দানবেরা নৃত্য করে
হুল্লোড়ে মেতে উঠে শেয়ালেরদল
‘শস্যহীন থাক কিছু গোলা ‘
অহমী এক দিকপাল
পুরবিলাসী পুরুষ কহে খেদে –
এত আবাদের কি-বা প্রয়োজন
কিছুটা জমিন অনাবাদী থেকে যাক
বর্ণান্ধ ষাঁড়ের খেলারতরে
ফসলহীন জমিন ছাড়া
ষাঁড়ের খেলা খেলব কোথা !


শক্তিমান পৃথিবীর গোত্রপতি সব
বাহাবা জানাতে করে ভিড়
বর্ণান্ধ ষাঁড়ের আখড়ায় ;
পুরবিলাসী পুরুষ
লাল-সবুজ পতাকা নেড়ে নেড়ে
মেতে উঠে ষাঁড়ের খেলায়
উন্মত্ত বর্ণান্ধ ষাঁড় তেড়ে এসে
ফেড়ে ফেলে পতাকাটা
গোত্রপতিরা কহে ‘বাহাবা বাহাবা !
আহা ! আহা! ‘ ছুড়ে দেয় তাড়া তাড়া
ডলার পাউন্ড রিয়াল দিনার ;
হেঁকে বলে – জোড়া দিয়ে নাও
পতাকা তোমার ,
এমন খেলায় মজা মেলে ঢের
ফসলের কি-বা প্রয়োজন
অনাবাদী রাখো কিছু খেত
উন্মত্ত বর্ণান্ধ ষাঁড়ের আখড়ায়
খেলা খেলিতে আসিব বার বার
আর দেবো কাঁড়ি কাঁড়ি মোহর ‘!