ছবি সে কী কেবলই ছবি
ছবি কী মনের কথা বলে ?


বালিশে রাখিয়া মাথা
আমি শুনি সেই সহস্র যুগের
পুরানো প্রেমের সুধাময় বাণী
আহা ! সে কী পারেনা লিখিতে
আবার অমর প্রেমের কবিতাখানি !
নাবিক চেতনায় থাকি তার প্রতীক্ষায়
হাজার বছরের পথ পরিক্রমায়
আবার যদি তার দেখা পাওয়া যায়
সুপারমুন এর মতন এক মহা বিস্ময় !
হৃদপত্রে আঁকি সেই রহস্যময় মুখখানি
সাগর ঢেউয়ের শিখরে
যে মুখ কেবল ভেঙে ভেঙে যায়
দখিনা সমীরণে সে যে কথা কয়
কান পেতে শুনি সেই বাণী !


ছবি সে কী কেবলই ছবি ,
ছবিতো মনের কথা বলে চুপি চুপি !