হে মানস সরোবর , তুমিও কী হয়ে গেছ
চল্লিশ ঊর্দ্ধ নারীর মতন হিম শীতল ,
স্থবিরতা এসেগেছে তব অঙ্গে অঙ্গে ;
সাধ জাগে না কি আর সাগর সঙ্গমে ?


তোমার ব্রহ্মপুত্র , মহানন্দা , জাহ্নবী যে
বারিহীন প্রাণহীন হয়ে পড়ে আছে
আটকে শৈবালদামে , বালু চরে ;
তেজিয়া উঠিতে কী পারোনা বারেক আবার
হে মানস সরোবর , উহাদের তরে ?


তোমার বুকের জমাট বাঁধা হিমশিলা
ভেঙ্গে দাও গলে দাও উষ্ণ প্রস্রবণে ;
দুর্বার দুর্নিবার হয়ে ওঠ সাগর সঙ্গমে ,
ভরে দাও জাহ্নবীর বুক বারেক আবার !


হে মানস সরোবর ! তেজিয়া ওঠগো
হে মানস সরোবর , বারেক আবার !