ওরে বিহঙ্গ আমার , বিহঙ্গরে ;
আকাশের কোণে লেগে থাকা আলো
মেখে তোর নরম হলুদ ডানায়
ছড়াসনে আর অন্ধকার পুরে !
নিবিড় অন্ধকারে স্বপ্নেরে ভালোবেসে
স্বপ্নের হাতে সঁপে এইতো আছি বেশ ;
সুপ্তির সুখ কেন ভেঙে দিতে চাস
ওরে বিহঙ্গ আমার , বিহঙ্গরে !


পৃথিবির পথে বাঁচিবার তরে আলো ও আঁধারে
নিবিড় আঁধার সুখকর বলে মনে হয় তাই
স্বপ্নের হাতে সঁপিয়া নিজেরে নিবিড় আঁধারে
পরম অভয় সুপ্তির কোলে নিয়েছি যে ঠাঁই !


ওরে বিহঙ্গ আমার , বিহঙ্গরে ;
ছড়াসনে আলো আর অন্ধকার পুরে !