ঘোর অমানিশার অন্ধকারে উন্মত্ত পিশাচের
কালো বুটের আঘাতে আঘাতে থেতলে গিয়েছে মুখ
ঝরে গেছে মুক্তার মতন দাঁত
সীমাহীন যন্ত্রণায়
কুঁচকানো দেহ বেয়োনেটের খোঁচায় খোঁচায়
ছেঁড়া ফাড়া তাজা কলিজা হয়েছে টুকরো টুকরো
কী নির্মম পৈশাচিকতা !
যে আঙুলে একদিন কলম ছিল দুরন্ত
হাতুরির ঘায়ে ঘায়ে সে আঙুল দিয়েছ থেতলে
বুলেটে বুলেটে ঝাঁজরা করেছ
যাঁহাদের বুক , ভেঙেছ মগজের খুলি ;
তাঁহারা আজ স্বর্গের বাতায়ন খুলি
দেখিতেছে হরষ নয়নে
পিশাচের দেহ ঝুলিতেছে ফাঁসির রশিতে ;
বহিতেছে আনন্দধারা মুছেদিয়ে
বিষাদের ছায়া এই বাঙলার মাটিতে !