এহোন প্যাঁকপ্যাঁক করিস ক্যান
কইছিলাম-না ঐ সব দ্যাশে
যাওনের দরকার নাই
এইহানে না খাইয়া মরুম
বরফের নীচে পড়ড়্যা থাকুম
মানষে আমাগো ফসিল লইয়া
কত্তো গবেষণা কইরব
ঠ্যাঙ , পাখনা , ঠোঁট কতোটা
চ্যাপটা , লম্বা , চিকন , মোটা
ইঞ্চি ইঞ্চি কইর‍্যা মাপবো
এমনকি পালকের রঙ ক্যামন আছিল
জাত গুষ্ঠি পরীক্ষা কইরা হেইডা লেখব
এহোন বোঝ ক্যামন মজা !
ব্যাটায় সবতের ঠ্যাঙ বাইন্ধা
মাথাটা নীচের দিকে ঝুলাই রাখছে
ঘাড় ব্যথা করে হেইর লাইগ্যা
প্যাঁক প্যাঁক করি তুমি এতো
চেতো ক্যান , দোষ কি আমার একলার !
না-রে আগে বুঝবার পারিনাই
এই সব দ্যাশের মাইনষেরা এতো চালাক
আর নিঠুর , যেরা কিনতে চায় হেরাও কি কম
উলটাইয়া পালটাইয়া বুক পাছা চিপ্পা চিপ্পা দ্যাহে
কতোটা তেল হইছে হ্যাগোর বিলের মাছ , গুগলি খাইয়া ;
ব্যাকতে সমান, কয় –না ওগোরে ছাইড়া দে !
কি কমুরে দ্যাখছসনা মাকড়সার
আঁশের চিকন জাল পাইত্তা রাখছে
হেইয়া কী আর চোহে পড়ছেনি ;
আমাগো পায়ের নখ গুলা এতো ব্যাঁকা !


বিঃ দ্রঃ  আঞ্চলিক  / অপ্রচলিত ভাষায় লিখিত