আহা ! আজি কাকেরা সাজিবে ময়ূর-ময়ূরী
রূপে নাচিবে গাহিবে কতো গান
তাল বেতালে মাতাল কণ্ঠে
সরকে সরকে দালানের ছাদে ছাদে !
আকাশ বাতাস কাঁপিবে সাজিবে
আতশবাজির ঝলকে ঝলকে
অরূপ আলোক সজ্জায় মাতিবে !
মাতাল গাড়ী ছুটিবে পিষিবে
সরকদ্বীপে কিংবা ফুটপাতে
শীতে জড়োসড়ো ছালার চটের নীচে
ক্লান্ত অঘোরে ঘুমন্ত গৃহহীনের শরীর
নিদারুণ উল্লাসে ;
আমরা দেখিব উহা তাকায়ে মূঢ়ের মত
আসিতেছে কাহাদের নব বর্ষ
সব ক্লেদ ধুয়ে মুছে রক্ত-পানি দিয়ে
আগামীর নতুন বারতা নিয়ে !