জ্বালাও তুমি নরক অনল বারে বারে
শান্ত নিবিড় নিভে যাওয়া খড়ের নীড়ে !
জানোগো তুমি জানোগো ভালো করে
তব এ নরক অনল দহন
মম এ দেহ মন
আর কতোটুকু সহিতে পারে !
জ্বালাও তুমি নরক অনল বারে বারে !


নরকের কীটসম নিত্য দহিছি তীব্র দহনে
তবুও বাসনা রহে জাগি মনের গহনে !
পাইতে স্বর্গের ঘ্রাণ
কাঁদিয়া ওঠেগো মনঃপ্রাণ
সুদূর স্বর্গেরপানে
ফিরিয়া তাকাই বারে বারে !


জ্বালাও তুমি নরক অনল বারে বারে
শান্ত নিবিড় নিভে যাওয়া খড়ের নীড়ে !!