হে জীবন , চাইনা তোমার কাছে কিছু আর !
হে জীবন , তুমি দিয়েছ অনেক কিছু ঢের –
অঢেল অঢেল সুখ , আনন্দ উতরোল ;
বুক ভরা কষ্ট , অনেক অনেক আঁখি জল ;
বিনিময়ে কিছু দিতে পারিনি তোমায় ;
তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং বিদায় !


হে জীবন আমার , হে আমার জীবন
নিতে যদি চাও কিংবা পেতে চাও কোনো প্রতিদান –
জীবনের সব সুখ আনন্দ উতরোল ,
উচ্ছ্বাস আমার সবটুকু কেড়ে নিয়ে নাও ,
নিও নাকো শুধু ছিনায়ে কখন-ও
সারাটা জীবনের জমানো এতোটুকু আঁখিজল !
নিও না ছিনায়ে শুধু এতোটুকু আঁখিজল !!


ঢের বেশি পথ আরও চলতে যদি হয়
গভীর আঁধারে অথবা কোনও রুদ্র খরায় ;
হৃদয় কাতর হলে খুব বেশি পিপাসায়
আঁখিজল চেটে নেবো শুকানো জিহ্বায় !


লোনাজল চেটে চেটে পেতে দাও জীবনের স্বাদ
হে জীবন , তোমাকে অসংখ্য ধন্যবাদ !!