খিড়কির আবডালে দেদারছে কথা হয়
তারপর দুড়ুম দুড়ুম
কিছু বুঝে ওঠার আগেই
মাটি কেঁপে ওঠে
দেয়ালে লটকানো মোনালিসামুখ
জঞ্জালে ভরে গেছে আকাশ
কাকদের দেখা নেই
নাসা বসে বসে ভাবছে নতুন কিছুর
হিমবাহ ছুটে আসছে অন্ধ ষাঁড়ের মত
মহাসাগরের তীব্র আকর্ষণে
বিষুব রেখার উপর দাঁড়িয়ে
কাঁপছি শীতের প্রকোপে
এ্যাম্বুলেন্স ছুটছে হুইসেল বাজিয়ে
তার আগেই সাদা চাদরে
ঢেকে গেছে সব মুখ
ডোমের নেই কোনও প্রয়োজন
আঞ্জুমান-এ- মফিদুল ইসলাম বেশ তৎপর
আর কিছু চাই তারপর ...