আকাশের চাঁদের মতন কেবল আড়াল হও
কালো মেঘের আস্তরণে ,
তোমাকে ছোঁয়ার নেশায় বুঁদ হয়ে এক সময়
মনে হ’তো শরীরের সবটুকু উষ্ণতায়
কালো মেঘের বুরুজ ভেঙ্গে ছুঁইয়ে নেবো তোমাকে ;
আজ শরীরে শুধুই হিম রক্তের প্রবাহ !


চারপায়ে বসে থুতনি রেখে জমিনে
চেয়ে আছি সুদূর আকাশপানে ;
জঠর জ্বলে , লালা ঝরে ,
মিট মিট করে তারা হাসে আকাশের তারা !