গতকাল খুব ইচ্ছে ছিল অসংখ্য গোলাপের
সুবাস ছড়িয়ে দিতে
স্বপ্ন প্রিয়া মানসীর শিথানে !
হ’লোনা !
তার ক্রুরুর হাসির দমকে
দেয়ালের চুনসুরকি খসে পড়ুক
এমন দৃশ্য দেখতে কে চায় !
বরং বিরহী গোলাপের কাঁটা
বিঁধুক বুকের নরম টিসুতে
হোতে থাক অন্তরিত রক্তক্ষরন
তাও ভালো ; তবু যেন তার মুখ
নিম পাতার রসে না ভরুক !
তার ভ্রু কুঁচকানোটা
আমার একদম ভাললাগে না !


কলাপাতায় দুর্বাঘাস নিয়ে
সিঁথিতে সিঁদুরের আলপনা আঁকো
আর গুন গুন স্বরে গেয়ে যাও
প্রণয়ের গান ;
দেয়ালের ওপারে বসে শুনব
সেই বেশ ভালো !