পৃথিবী , আমাকে তুমি কিছুই দাও-নি
তোমাকে ঢের দিয়েছি –
হরেক রকম প্রস্ফুটিত অপ্রস্ফুটিত
লাল সাদা নীল হলুদ গোলাপি
গোলাপ দিয়েছি সুবাস ভরা গোলাপ
এমনকি দুর্লভ বসরার গোলাপ !


তুমি নীলকণ্ঠ বিষ ঢেলে
আমাকে শুধু বিষাক্ত করেছ,
আমি এখন নিশ্বাস নিতে পারছিনা
পাঁজরের হাড্ডি চেপে বসে যাচ্ছে ;
ছালবাকলাহীন ন্যাড়া বৃক্ষের মতন
বিজন বিরান ভূমিতে দাঁড়িয়ে
হাওয়ার মাঝে ঝন ঝন আওয়াজ
তুলছি আর মরাখেকো শকুনের
আবাসে পরিণত হয়েছি ;
চারিদিকে শুধু শকুন আর শকুন !