কেউ-বা ছুটে আলোর পথে কেউ-বা অন্ধকারে ;
দুঃখ কোথায় কি-ই বা সে কিসের তরে !
সুখের নেশায় বুঁদ হয়ে সব রয়-যে পড়ে
যে যার ঘরে আলো-আঁধারে ;
দুঃখ কোথায় কি-ই বা সে কিসের তরে !
কেউ-বা ছুটে আলোর পথে কেউ-বা অন্ধকারে !


সুখ-দুঃখ নয়-রে হেথা
হেথা শুধু জৈবীকতা
তাতে-ই এতো ব্যকুলতা
সুখ-দুঃখ নয়-রে হেথা !


এ দুনিয়া দুঃখের আলয় ,
আসল সুখ-তো নয়-রে হেথায় ;
পাগল হয়ে দুঃখের তাড়ায়
ছুটছি মোরা সুখের আশায় !


সুখ-দুঃখের মিলবে দেখা সেই খানেতে
হিসাব নিকাশ হবে যখন আখেরাতে !


ওরে মন সুখের পাগল
চিনলিনা সুখ আসল নকল ;
পরম সুখ কোথায় জানলিনা-রে
এই দুনিয়া সুখের জায়গা না-রে !


দুঃখ কষ্ট ভোগার তরে
পরম সুখের স্বর্গ ছেড়ে
আদম-হাওয়া পড়ছে ছুড়ে
এই দুনিয়া ভব’পরে !


এই দুনিয়ার দুঃখের তাড়ায়
ছুটছি মোরা সুখের নেশায়
কেউ-বা আলোর পথে কেউ-বা অন্ধকারে ;
দুঃখ কোথায় কি-ই বা সে কিসের তরে !


এ সংসারে সুখ-দুঃখের কি-বা রূপ হয়
জানেন-তা সেই এক মাওলায় !!