চড়ুই পাখির মত হৃদয়খানি নিয়ে সে যে চলে গেল
কাশ বনের দিকে ফিরে খড় বিচালির ণীড়ে,
শান্তির নীড়ে; এখানে ঢের কষ্ট হয় জেনে –
ঘুমের কষ্ট আহা! ঘুমের কষ্ট!


কষ্ট কার ভালো লাগে এতো!
অথবা কে কষ্ট পেতে চায় পৃথিবীর’পরে
তাই চলিয়া যায় শান্তির নীড়ে
সব শান্তি জড়ো করে নিতে!


কেহ-বা খুঁজিয়া পায় উহারে;
কেহ-বা খুঁজিয়া পায় না তাহারে!
কাহারো শান্তির নীড় উড়ে যায় ঝড়ো হাওয়ায়,
কাহারো নীড় নিশ্চুপে পড়েরয় প্রগাঢ় শান্তিতে!


কেহ-বা কেবলই যে ছুটে নীড়ের সন্ধানে;
আহারে নীড়! কোথায় শান্তির নীড়?