বাঘা সারমেয় হয়ে গেলে ন্যাড়ি কুত্তা
কিছুই করার থাকে নাকো আর তার,
বাহির প্রাচীর ঘেঁষে পড়ে থাকে
লেজটি গুটায়ে,
পিচুটি চোখে কাতর চাহনি কেবল;
মরাকণ্ঠে করে কাঁইকুঁই
তীব্র শীত-বর্ষণ আর জঠর জ্বালায়!


কৃপা হ’লে হয়তো কাহারো দিলে
উচ্ছিষ্ট কিছু ছুঁড়ে ফেলে,
জঠর জ্বালা মিটায় কুত্তা উহা গিলে গিলে!


লাথি গুঁতো যতো খা’ক ন্যাড়ি কুত্তা
যেতে পারে নাকো চলে কোনো দূরে,
পুরোনো বন্ধন তার টেনে ধরে রাখে
প্রাচীর পাশে তাই সে পড়ে থাকে;


এই ভাবে কেটে যায় বাকীটা সময়
ন্যাড়ি কুত্তার জীবন পৃথিবীর’পরে!