পৃথিবী ঘুরছে লাটিমের মত নিজ অক্ষদণ্ডে
মুখ (উত্তর মেরু) তার ধ্রুব তারার দিকে
আমিও ঘুরছি তার পিঠে চেপে
এক মহা চৌম্বকীয় শক্তিবলে
এই ভাবে পৃথিবীর পরিক্রমন
নিজ কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে
সময় ব্যয় করে ৩৬৫দিন ছয় ঘণ্টা;
মহাকর্ষণ শক্তি টানে নিজ নিজ
কেন্দ্র অভিমুখে
মহা বিস্ময়!
কক্ষচুত্য হ’লে থাকবেনা পৃথিবীর
কোনোও অস্তিত্ব
তবুও পৃথিবী ঘুরছে, ঘুরছি আমিও,
মুখ ঐ ধ্রুব তারার দিকে!


তুমি কী দেখেছ কভু খুঁজে নীল ধ্রুব তারা
রাতের আকাশে যে থাকে অনেক তারাদের ভিড়ে?
নীল ধ্রুব তারা জেগে থাকে আকশের কোণে
কেউ দ্যাখে না তারে কেউ রাখে না মনে!


(প্রিয় কবি সোমালীনিরঝরা(মৃণালিনী)র “ধ্রুব সত্য” কবিতা পাঠ করে ভীষণ মুগ্ধতার ফাঁকে ধ্রুব শব্দটা ঢুকে পরেছে বুকের ভেতর তাই এই নিবেদন “নীল ধ্রুব তারা” তাকেই উৎসর্গ করছি)