নির্বান্ধব জীবন ভীষণতম কাম্য!
অনন্ত কালের ভেতর,
দিগন্তহীন নীল জলের ভেতর
নঙ্গর ছেঁড়া জাহাজের মত
হাজার যুগের ক্লান্তিহীন
অনন্তের পথে চলা;
সুখের পোতাশ্রয়
ছেঁড়ে আসা জাহাজের মত
এই জীবন বড় সার্থক!
ক্ষুব্ধ তরঙ্গের মুখোমুখি,
শত ঝড় ঝঞ্ঝার প্রচণ্ডতার মুখোমুখি,
যন্ত্রনার নীল জলে নাকানি-চোবানি
এই সবে
রমণীর দেহের গন্ধের মত
আত্মরতির তীব্র সুখ পাই,
পেতে চাই!


অরব শব্দাবলীর ভেতর,
নিঃছিদ্র অন্ধকারে
কাল পুরুষের জটার ভেতর,
মিসরের পিরামিডে,
এন্টারটিক বরফ সোপানে
অথবা আফ্রিকার গহীন অরণ্যে
অক্ষত আমার আবাস;
এখানে পাবে আমায় জন্ম জন্মান্তে!