দিনান্তে স্থবির নৈঃশব্দে
নিথর কৃষ্ণ সাগরের বুকে
আমার বিহ্বল চেতনা
হাজার যুগের ক্লান্তি নিয়ে
কত বন্দর নগর ঘুরে ঘুরে
নিঝুম শর্বরীর ক্যানভাসে
রঙ তুলির কারুকাজে ব্যাপ্ত!


দূর সাগরের বিজন প্রদেশ থেকে
ক্ষুদ্রাতিক্ষুদ্র লাল বৃত্তরা ঘুরে ঘুরে
উত্তপ্ত উল্কা পিণ্ডের মত ছুটে আসে;
আমি এবং আমার কুঁচকে যাওয়া চেতনা
চরকায় ঘুরে ঘুরে ঘুলিয়ে ঘুলিয়ে ওঠে!
ভেতর থেকে উগরে বেড়িয়ে আসতে চায়
অনেক পুরোনো পচে জমে থাকা দিনপঞ্জি
এবং আমি দিশেহারা নাবিকের মত
বসে আছি, বসে থাকছি স্থবির!