কার ক্ষেতে ফলেছে কতো সোনার ফসল
ঘষা কাঁচের চোখ দিয়ে হ’লনা দেখা!
শেষ মাঘের তেমন নেই কোনোও প্রকোপ
তবুও একটু যেন শীত শীত ভাব;
ঘোড়ার পিঠে চাবুক না মেরে
আস্তাবলে খড়ের স্তুপে
ছেঁড়া কম্বল জড়িয়ে পড়ে থাকো চুপ চাপ
সুহৃদ বন্ধুরা করে দিবেন মাফ!