আধখানা চাঁদ ঝুলে আছে
মরা বাঁশ বনের মাথায়!
লতায় জড়ানো কাঁটাবন
চিড়ে চিড়ে পরাজিত এক ঘোড়া
প্রতিদিন নত মস্তকে দাঁড়ায়
সেই আধখানা চাঁদের নীচে
ফিন-ফিনে কালো উত্তরীয় জড়িয়ে!


নক্ষত্রের স্বর্গ থেকে
এক ঘোড়া মায়াবী ডানায় ভর দিয়ে
নেমে আসত আমাদের পৃথিবীতে
রাজার সুরভিত উদ্যানে
প্রতিদিন রাঙা রাজকুমারীকে
নিয়ে যাবে কোকাব শহরে
যেখানে তারা ফুল দিয়ে
বাসর সাজানো আছে!
এই কথা শুনেছিলাম দাদীর কাছে
তারা ভরা এক রাতে।
একদিন দুর্দৈবের ঘোরে-
বদ মেজাজী রাজার লোকেরা
শক্ত রজ্জুর ফাঁসে আটকিয়ে
কেটে দিল উহার মায়াবী ডানা!
সেই থেকে পরাজিত ঘোড়া
আমাদের পৃথিবীতে প্রতিদিন
দাঁড়ায় বাঁশবনের নীচে
যেই খানে ঝুলে আছে আধখানা চাঁদ!


আধখানা চাঁদ বুড়ো হয় মরে যায়
আবার সে দোলে
সেই বাঁশ বনের মাথায়,
আর সেই পরাজিত ঘোড়া
নিত্য নত মস্তকে সেথা দাঁড়ায়!
মেদ হীন এই গল্পের শরীরে
কেবল স্বপ্নবিলাসী
এক পরাজিত ঘোড়া মূর্তিমান!