এক রক্তসিন্ধুর ওপারে
কঙ্কাবতীর দেশে ঘুমন্ত রাজকন্যা
বসরার গোলাপের মত
তার সৌরভ মদিরায়
আমাদের বুকের রক্ত নাচে,
সুপ্ত চেতনা জাগ্রত হয়
সিংহের বজ্র নির্ঘোষে,
বুক পায় শ্বাপদের শক্তি;
আমাদের চোখে মৃত্যু নেশা
হাতে খেলা করে আগুনের গোলা!


রক্তসিন্ধু নেচে ওঠে কার পাপে?


রক্ত মাতাল সিন্ধুতে ভাসিয়ে
মোদের সোনার তরী
ছিনিয়ে এনেছি শাশ্বত স্বপ্নের মুকুট!
বন্দী মায়ের মুক্ত চোখে
আমাদের স্বপ্ন হাসে
হাসে এক সত্তার অবয়ব!
কিশোরী আমাদের স্বপ্ন প্রিয়া
শ্যামলা মেয়ে
ললাটে তার রক্ত তিলক!


দীর্ঘ রাতের প্রহর গোনা স্বপ্ন প্রিয়া
আমাদের মহান স্বাধীনতা!!