প্রত্যয় পরমায়ুতে সকল মহৎ প্রাণ !
হে মানব,
যতটুকু না গিলিতে পার তার চেয়ে বেশী
কর নাকো বধ পায়রার প্রাণ !
রাজার কার্য সার্থক কেবলই তখন
চেপে বসে শক্ত করে প্রজাদের দৃঢ় প্রত্যয়ের পিঠে ।
সারমেয় তেড়ে যায় চাঁদের দিকে ঘেউ ঘেউ করে
এক ঠ্যাঙ উচু করে জল ঝেরে সমাধির’পরে ।
স্বপ্ন আমাদেরে বলে যায় – নিশ্চুপ নিরাপদে
উন্মত্ত হতে জীবনের প্রতিটি রাতে ।


কর্তব্য কৌশলে করে পরিহার
যেমন কোন অদেয় ঋণ
হয়ে যায় একমাত্র লভ্যাংশ,
অবশেষে একদিন ফিরে আসব আমরা
এবং মিটাব সকল হিসেব নিকেশ ;
অন্যবুকে ক্ষত সৃষ্টি করে বিকারগ্রস্তের
প্রায়শ্চিত্ত করার এই সুক্ষ্ম কৌশল
আত্ম অভিযোগকে প্রশ্রয় দেয়ার সামিল ।


জড়াগ্রস্ত নাবিক চোখে চারিদিকে শুধু জল আর জল ,
জলের ভিতর খুঁজে পায়না কোনও দারুচিনি দ্বীপ ;
আমরা ভাগ্যকে গড়ি শক্ত দুই হাতে
যাহাদের বলি অদৃষ্ট লিখন !


পৃথিবীর সকল প্রাণীর কল্যানের তরে
কী কথা কহে যেতে পারি , রেখে যেতে পারি কিছু প্রস্তাবনা –
‘ সাহসী বীর হও শত্রুকে পরাভূত করে নয়
বরং আপন বাসনাকে করে কঠোর দমন !’
নিহত স্বপ্নের বুকে ডানা ভাঙ্গা পাখির মতন
জীবন কেবল পড়ে থাকে অরব অচল ;
স্বপ্নের শরীর থেকে নিজেকে গুটানো
এও এক খুব কঠিন বিজয় !