শব্দাবলীরাও এখন আর আমার নয় !
স্বপ্নেরা সব রুগ্নক্লিষ্ট মৃত প্রায় !
আমার আত্মা এখন অচলায়তনে
বন্ধী শরবিদ্ধ পাখির মত আহত !
নীল যন্ত্রণায় বেতফলের মতন
আমার দু’টি চোখে তোমাকে রূপায়নে
বড় কষ্টসাধ্য ! অনেক দিন ধরে
আমার মুখ রাখিনা তোমার মুকুরে ,
লাবণ্য অনেক দিন হয় নির্বাসিত ;
বয়সের সব বলিরেখা অবয়বে সুস্পষ্ট !


হে প্রিয়া সুস্মিতা,
আমাদেরে ঘিরিয়া রহিবে আমাদের
অবারিত হৃদয়ের ঊষ্ণ শব্দাবলী
সুরঞ্জিত ভোরের মধুর কাকলী
এমনই ছিল কথা – একদিন
সোনালী বিকেলে শুধু তুমি আর আমি
নয়নে নয়ন রেখে বলেছিলাম মনে পড়ে কী !


মৃত স্বপ্নের বুকে গন্ধ শুঁকি – তোমার গন্ধ !
হাতের কবজিতে রাখিবন্ধন খুঁজি
সোনালী জরিতে বাঁধা রাখিবন্ধন !
নগ্ন নির্জন দুপুরে গনগনে সূর্য উজ্জ্বল দীপ্তকরে
ঝলসিত চেতনা আমার বেশ শাদা
মরা করুণ শঙ্খের মতন
নির্বাসিত অরব শব্দাবলীতে ভরা !


অঢেল বিপুল আয়োজন শেষে বৃষ্টিঝরা
মেঘহীন আকাশের কোণে মধ্যরাতের তারা
দিশেহারা নাবিকের পথ খুঁজে দেয়
তেমনি তোমার মুখ প্রোথিত চেতনায় !