একজন চিত্র সাংবাদিক ক্যামেরা ফেলে
বোমা হামলায় আহত শিশুকে নিয়ে ছুটছে
ঊর্ধ্বশ্বাসে, জীবন বাঁচাতে পৌঁছে দেয় এ্যাম্বুলেন্সে;
ফিরে আসে অকুস্থলে, মৃত আর এক শিশুর পাশে
দুহাটুগেড়ে জমিনে কাঁদে অঝোরে
দুটো ছবি দৈনিক কাগজে প্রকাশিত;
আমার পাথুরে হৃদয়টাকে একটা ঝাঁকুনি
দিয়ে গেল প্রচণ্ড রকম!
হেমন্তে মাকড়সার জালে আটকে পড়া
শিশিরের মতন আমার চোখ দুটো ভেজা ভেজা;
বিশ্বাসে ঈশ্বর ধুসরতায় অপসৃয়মান!
আমি অবিশ্বাসী নই!
কিছু প্রশ্ন শুধু ইতিউতি করে-
ঈশ্বর কি বিশ্ব পরিচালনার
দায়িত্ব ছেড়ে দিয়েছেন শয়তানের হাতে?
না কি আমরা শয়তানে পরিণত হয়েছি
এবং বিশ্ব পরিচালনার দায়িত্ব
নিজেরা নিজেদের হাতে তুলে নিয়েছি?
তাহলে আমি, আমরা এবং
আমাদের প্রতিপালক কোথায়!