রাতের আকাশ বেশ সুন্দর ; তুমিও
নিশ্চুপ অন্ধকারের মতন সুন্দর !
কতোদিন আমি দেখিয়াছি দুই চোখ
মেলিয়া রাতের আকাশে রাখিয়া মুখ
নির্জন জলের ধারে ঘাসের চাদরে শুয়ে ;
হয়তোবা  দুই একটা হিজল ফুল
পড়েছিল নিশ্চুপে পিঠের নীচে
সোনালী মেয়ের নরম চুলের মত
উহাদের মৃদু পরশে হয়ত তুমি
এসেছিলে জেগেছিলে আকাশের  বুকে
রাতের আঁধারে সাতটি তারার মাঝে
চিতার মত যে কেবলই জ্বলে আকাশে !
হয়তোবা তাই পৃথিবীর সব রূপ
লেগে আছে জমে আছে রাতের আকাশে ,
আহা রাতের আকাশ যে বড়ই সুন্দর ;
অমিত সৌন্দর্য সব নিয়ে জেগে থাকে
নিশ্চুপ আঁধারে গাঢ় রূপসীর মত
যে কেবল টানে আমাকে আকাশের পানে !