নিষ্ঠুর হ’য়োনা শ্রাবণী
সুপ্রিয়া মেঘ বালিকা
স্খলিত হোক তোমার
বুকের আঁচল
ঝরুক অমিয় সুধা বারি
জুড়াক রোদে পোড়া মানুষের শরীর
ভরুক খাল বিল নদ নদী
ফুটুক হাসি চাষীর ঠোঁটে
সোনালী ফসলের স্বপ্নে
ভরে উঠুক তাদের দু’চোখ
গালে হাত রেখে ঝিমিয়ে পড়া
গৃহ বধু নাচুক উঠানে
প্রাণ ভরে যাক পাখপাখালির
বনের প্রাণীর জলের প্রাণীর
আমরা আবার হয়ে উঠি
মাছে ভাতে বাঙালী !