সময় কেবলই বদলে যায় হায়
এই সকাল দুপুর সন্ধ্যারই মত !
আমাদেরও জীবন ছিল একদিন
ভোরের সূর্যের মত বড়ই কোমল !


আকাশ ছিল মাটি ছিল বড় নরম মেজাজে
মানুষের জন্যে , জীব আর প্রাণীদের জন্যে ;
সবুজ গাছেরা ঘাস পাতারাও ছিল সরস সতেজ
ফুল ফল মূল শীষ শাঁস শস্য দানায় ছিলনা
কভু এতোটুকু কৃপণতার ছোঁয়া, ছিল উদার অঢেল !


শারদ রাতের জোছনার মত নরম সুখেরা
গোলাপী পেলব উষ্ণতায় হলুদ রেণু ছড়ানো
হাওয়ার মত আবিরাম ঢেউ খেলে যেত
মানুষের মাঝে, প্রাণীর মাঝে পৃথিবীর স্বর্গে !


আকাশ বতাস মাটি জল মানব জীবন
সবই বদলে যায় সময়ের মত –
সকাল গড়িয়ে দুপুর দুপুরের পর বিকেল
তারপর রাত ; রাতের আঁধার কেবলই পরে থাকে
পৃথিবীর পথে পথে শুধু মানুষের জন্যে !