এঁধোমাটি খোঁড়া আর ঘোঁত ঘোঁত করা
এ ছাড়া কি আছে করার আমার ?


উজ্জ্বল রোদের নীচে কিংবা রেডির তেলে
পিদিম জ্বেলে যতবার আমি চেয়েছি
যেতে সোনাপুরে প্রতিমার কাছে
ততবারই হড়কে পড়েছি এঁধো ডোবায় !


পায়ের উপরানো নখগুলো বলে দেয়
পথের বিবরণ , তাই বলে
ভেবনা আকাশের তারাদের সাথে
ছিল কোনোও গাঢ় মিতালী !


একাকী সমুদ্র কিনারে দাঁড়ায়ে
সমুদ্র দেখার সুখ ঢের ভালো
সমুদ্র অবগাহনের চেয়ে
কিংবা নাড়িকেল বীথির
চিড়ল পাতার ফাঁকে চাঁদ দেখার
অনাবিল সুখ থাকে
চাঁদের বুকে মাটি খোঁড়ার চেয়ে ;
সোনাপুরে প্রতিমার কাছে
যেতে না পারার
কোনো মিল নাই এরসাথে !