আমি দ্বৈত সত্তায় বিরাজ করি ,
আমার আপন সত্তা আমি না জানি ;
আমি দ্বৈত সত্তায় বিরাজ করি !
রাতের আঁধারে এক রূপ ধরি ,
দিনের আলোয়ে আর এক রূপ ধরি ,
আমার আসল রূপ কেউ না জানে
না আমি জানি !
আমি দ্বৈত সত্তায় বিরাজ করি
আমার আপন সত্তা আমি না জানি !


আদমের ছুরাতে বানাইয়া আমারে
পাঠালেন মাওলা এই জগৎ সংসারে !
আমি কী আদম , না প্রাণীকুলের জ্ঞাতি
জীব জগতের এক জীব মনুষ্য প্রজাতি ?


কি সত্তায় বানাইয়া আমারে
পাঠালেন মাওলা এই জগৎ সংসারে ;
আমি পাপী গুনাহগার
কী বা জানি ভেদ তার !