সুখে থাকো ওগো নন্দিনী
তোমার নিকুঞ্জ বনে
হয়ে চঞ্চলা হরিণী
সাত সাগর আর তেরো নদীর পারে !
রাজকন্যা নৃত্য করে স্বচ্ছন্দে যেথায়
আমি কাঁটা হয়ে বিঁধতে পারবনা তার পায় ;
আমি পারবনা ভুল ফানুস উড়িয়ে
বাদুর ঝোলা হয়ে যেতে সেথায় ।
আয়নাতে দেখবনা সেই মুখ
কোনোও দিন ভুল করেও বারেক আবার ,
নিজেকে গুটায়ে নিলাম আজ
শামুকের মত খোলোসের ভেতর !
শীতের ঘুম শেষে দেখিবে
আমি আর নেই শিথানে তোমার !