আমি এখন পদ্মাপারে যোগীর মতন বসে
গভীর জলে রুপালী ইলিশের আসা যাওয়া দেখি ।
আমার দু’চোখ ভরা স্বপ্ন –
দেখতে হবে না আর কোনো লঞ্চ ডুবি লাশ ,
শুনতে হবে না মানুষের আহাজারি;
ভেঁপু বাজিয়ে দক্ষিণ থেকে উত্তরে উত্তর থেকে দক্ষিণে
ছুটবে কেবল মোটরযান  আর রেলগাড়ি !
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্যা কন্যা
শেখ হাসিনা পুরন করলো বাবার স্বপ্ন ;
গড়ল সে  পদ্মাসেতু বুড়ো আঙ্গুল দেখিয়ে
বিশ্ব ব্যাংককে আর সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ।
তেজ থাকতে হয় স্বপ্ন চূড়ায় পৌঁছার
তোমার সেই তেজ আছে হে সূর্যকন্যা শেখ হাসিনা ,
মানুষের অমিত ভালবাসায় তুমি অদম্য সাহসিকা !


(উৎসর্গ : মাননীয়া প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে ! )