স্বপ্ন দেখার জীব আছে , থাকে এই পৃথিবীতে ;
উহারা ঘাসের চাদরে শুয়ে
গনগনে রোদ আর বৃষ্টির মাঝে
ঘাস আর মাটির গন্ধ শুঁকে ,
ভূজফুলের হলুদ রেণু শরীরে মাখে ;
হিম হাওয়ার রাতে কুয়াশার সাথে
ছায়ালোকে নক্ষত্রের
আসা যাওয়া দেখে অনিমিখে
কিংবা উত্তাল সমুদ্র পারে দাঁড়ায়ে
শাদা ডানা মেলে সাগর পায়রা হয়ে
যেতেছে উড়ে সমুদ্রের ওপারে বিজন দেশে
কী আছে লুকায়ে কুয়াশার মাঝে
অথবা আকাশের পর আকাশে তারাদের ভিড়ে !


সমুদ্র ঢেউ এসে ধুয়েনেয় ক্রমে ক্রমে
সব বালুকনা , হাওয়ায় দাঁড়িয়ে রয়
উহারা ম্লান সূর্য শরীরে মেখে ;
ছায়াপিন্ড এসে বলে – ‘ কত কাল র’বে তুমি
এভাবে সমুদ্র কিনারে কিংবা ঘাসের চাদরে ‘
হাওয়ার শব্দে উত্তরে বলে নিরউত্তাপে – হে ছায়াপিন্ড
যতদিন আছ তুমি কুহেলিকা হয়ে ধরণীর’পরে !


‘ আমাদের মৃত্যু নাই , জরা নাই , ক্ষুধা নাই ;
কাঙ্ক্ষা আছে – স্বপ্ন দেখার কষ্ট আছে শুধু !’