আমি বহু বার দেখেছি তোমাকে গাঢ় নির্জনতায়
মনের পর্দায় ভালোবাসার আলোক সম্পাতে-
আশ্চর্য রমণী এক কুয়াশায় ঢাকা মুখ
শুধু দুটো শিল্পীত মোহনীয় খোলা চোখ,
ফিন ফিনে কুয়াশার আড়ালে
এক জোড়া সরু ঠোঁটে ঝুলে আছে
রহস্যময়ী হাসি যেন মোনালিসা!
কী অদ্ভুত রমণী এক তুমি;
তোমার হৃদয় আছে,
আছে সাগরের মতন অতল
অনুভূতি, অপরিমেয় আবেগ
চাঁদের আলোর মত লুটায় কেবল
মখমলের মতন সবুজ জমিনে!
অনুভবে যেমনটা
বাস্তবে ভিন্ন এক রহস্যময়ী
অনন্ত নদীর মত বহমান
তীব্র বেগ আছে
অথচ সংকীর্ন সংকুচিত হৃদয়
মননে শ্রেয় অনুপম ললিতা
তবুও কেন এতোটা অনুদার তুমি!