কাহারে শান্তি বলে ! কোথায় লুকায়ে আছে কোন আঁধার গুহায় !
সে কী ঢের আগেকার রূপকথার ঘুমন্ত রাজকন্যার মতন
হিম শাদা চোখবুজে ঘুমায়ে আছে অচেনা অজানা পাতালপুরে ?
ঢের আগেকার দিনে বিশাল গাছের মূলে লুকায়ে ছিল কি শান্তি ?
অথবা কোন গহীন অরণ্যের শান্ত সরোবরে হংস মিথুনে ছিল ?


জানিনা উহা জানিনা আমি ! সে কেবল দূর অতীত ইতিহাস জানে !


কোথায় লুকায়ে আছে শান্তি কোন নীল সাগরের গভীর অতলে ;
সে কী দূর মহাআকাশের বিশাল অন্ধকার গহ্বরের মাঝে
অথবা আকাশে আকাশে চূর্নিত আলোর বিচ্ছুরনে লুকায়ে আছে ?
পৌষ সকালের সোনালী রোদে রূপসী নারীর ঠোঁটের লালিমায়,
কালো কুন্তলে, চিবুকে-কপোলে অথবা বিশালাক্ষীর গভীরতায় ;
কোথায় শান্তি লুকায়ে আছে ইন্দ্রানী বিভাবসু সবিতার মাঝে ?


আমাদের অস্থির পৃথিবীর লোকালয় ছেড়ে শান্তিরা এখন সব
উত্তর সাগরের হিমকুচি তুষারের নীচে হিম শাদা চোখবুজে
যেন এক ঘুমন্ত রাজকন্যা হয়ে পরম নিশ্চিন্তে ঘুমায়ে আছে !
আমরা কেবল খুঁজিয়া মরি তাহারে কাহারে শান্তি বলে আহারে !!