আবার এসেছি আমি দক্ষিণ বলয় থেকে
মৃদুমন্দ সমীরণ বয়েনিয়ে
ঝরা পাতা বৃক্ষ নব পল্লবে সাজাতে,
ঘুমন্ত কুঁড়ি জাগাতে,
শিমুল পলাশ ফোটাতে রাঙা ফাগুনে;
নব নবীন তরুণ তরুণীর হৃদয়ে আবেগ
সঞ্চারণের দায় নিয়ে । -


ভাস্কর্যের সৌন্দর্যে মুগ্ধ না হয়ে
গভীর মমতায় শ্রদ্ধাভরে
বেদীতে রাখো একমুঠো রক্তিম ফুল ;
পিচঢালা যেই রাজপথে
হাঁটিতেছ আজি হাতে হাত রেখে
হৃদয়ের কথা কহিতেছ যে ভাষায়
সেই ভাষার জন্য এই রাজপথ
একদিন ভিজেছিলো তাজা লাল রক্তে
হে, নবীন যুব-যুবা জানো না কী তাহা !
আজি হতে অনেক বছর আগে
উনিশশবায়ান্নর একুশে ফেব্রুয়ারী
বিজাতীয় পাকিস্তানি বুলেটের আঘাতে
বুকের রক্ত ঝরিয়ে ঝরা পাতার মতন
ঝরে গেছে যাঁরা, তাঁদের স্মৃতির
ভাস্কর্য এই শহীদ মিনার !


এটা নহে শুধুই ভাস্কর্য
ভাষাশহীদের স্মৃতিফলক
তাহার চেয়েও আরো অধিক অধিক
মাতৃভাষা প্রতিষ্ঠার স্মৃতিফলক !!