কোনো এক গাঢ় নির্জনতায় যেখানে
পৃথিবীর কোনো প্রাণের উৎস নেই ,
তীব্র আলোর দহন নেই, নেই কোনো
ভয়াবহ অন্ধকারের নীল অত্যাচার ,
কোমল পরশে বাতাস কেবল থেমে আছে ;
এমনি এক এক গাঢ় নির্জনতায়
শুধু তুমি আর আমি মুখোমুখি বসে
তোমার বিষণ্ণ বিশালাক্ষীর গভীরে
ডুবে অলাত নীল যন্ত্রণার সীমানা
আমি গাঢ় মমতায় ছুঁয়ে যেতে চাই
ধমনীর ছোট ছোট কম্পন সকল
যত দিন যতক্ষণ বেঁচে থাকে দেহে !